জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার-১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যে সকল ঘটনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধের ফেক্স এ্যান্ড ডকুমেন্ট তৈরি করছে-৭১ এর ২৪ এপ্রিল পাকবাহিনী জানতে পারে সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিবাহিনী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কাজীবাছা নদীতে গানবোর্ড থেকে মর্টার শেল নিক্ষেপ করে।যার ইতিহাস আজও স্মৃতি হয়ে আছে।ওই সময়ে রবীন্দ্রনাথ বিশ্বাস,চন্দ্রকান্ত রায় ও গোপাল মন্ডন শহিদ হন এবং কালি পদ টিকাদার,দুলাল সানা,কালিকান্ত বিশ্বাস,নারায়ন চন্দ্র বিশ্বাসসহ আরো নাম জানা অনেক আহত হন।ওই সময় পাকবাহিনীর দোষোরা বাড়ি-ঘরে অঙ্গিসংযোগ ও লুটপাট করে।স্থানীয় মুক্তিযোদ্ধাদের এগিয়ে এসে নতুন প্রজন্মের কাছে ওই সকল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,বটিয়াঘাটা খুলনা’র আয়োজনে গতকাল ২৪ এপ্রিল সোমবার বিকাল সাড়ে পাঁচটায় মহান মুক্তিযুদ্ধে চক্রাখালী গণহত্যা ৭১ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এ কথা গুলি বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বটিয়াঘাটা খুলনা’র এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোকিত অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়।বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্বা মনোরঞ্জন মন্ডল,জলমা-চক্রাখলী জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ বিহারী গোলদার,প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ ইনামুল হক হীরা,এ্যাডভোকেট সন্দিপ রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,অবঃপ্রাপ্ত ব্যাংকার প্রকাশ কুমার রায়,খুলনা বিশ্ববিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান কুমার মন্ডল, অবঃপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন অধিকারী, বীরমুক্তিযোদ্বা যথাক্রমে মনোরঞ্জন কবিরাজ,সাধু বিশ্বাস,হরিপদ মন্ডল,বিকাশ কুসুম মন্ডল,বিধান দত্ত, নির্মল কুমার মন্ডল,প্রশান্ত কুমার গোলদার,আ’লীগ নেতা রাজ কুমার রায়,অরবিন্দু মহলদার,প্রদীপ হীরা,হিরন্ময় রায়,তন্ময় রায় প্রমূখ।সভা শেষে অতিথিবৃন্দ মহান মুক্তিযুদ্ধে চক্রাখালী গণহত্যা ৭১ শহীদদের স্মরণে পরিবারের কাছে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।