খুলনা’র বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্ৰামে গত ২৬মার্চ রোজ শনিবার দিবাগত আনুমানিক রাত ১১টা থেকে ২টার মধ্যে যে কোন সময়ে সাত্তার হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদারের গোয়াল ঘর থেকে ৭টি গরু চুরি করতে গিয়ে চোর সিন্ডিকেটের এক সদস্যকে স্থানীয় জনতা হাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গরু গুলোর আনুমানিক মূল্য ৩লক্ষ,৬৫হাজার টাকা।এ ঘটনায় ভূক্তভোগী সাদ্দাম হাওলাদার(৩১)বাদি হয়ে ৫জনসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি গতকাল রবিবার থানায় মামলা দায়ের করেছে।যার নিয়ন্ত্রন নং ২৪৩ আসামিরা হলেন ১/মহানগরীর লবনচরা থানার মোল্লাপাড়া অজুর কালভার্টের পাশে মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া মৃত জয়নাল শেখের পুত্র মোঃ বাবুল শেখ(৫৭),২/খুলনা জেলার তেরখাদা উপজেলার রামমাঝি গ্ৰামের ফুল মিয়ার পুত্র মোঃ ওবায়দুল শেখ(৪০),৩/ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাহাপুর (বালিয়াডাঙ্গ) গ্ৰামের মৃত নূর মোহাম্মদ মোল্লার পুত্র আব্দুস সালাম মোল্লা(৫১),৪/খুলনা জেলার ফুলতলা উপজেলার অজ্ঞাত গ্ৰামের অজ্ঞাত ব্যক্তির পুত্র মোঃ বাচ্চু(৩৩),৫/গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার অজ্ঞাত গ্ৰামের অজ্ঞাত ব্যক্তির পুত্র মোঃ শাওন(২৩)উল্লেখ্য উক্ত চোর সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্ৰামের সুভাষ ওরফে হাজরা ঢালীর একটি,একই গ্ৰামের ডাঃ বিমল রায়ের ৪টি,তেঁতুলতলা গ্ৰামের রাখাল মন্ডল ওরফে পাগল চাঁদসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল।এব্যাপারে ভূক্তভোগী এলাকাবাসী চোর সিন্ডিকেটের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।