খুলনা’র বটিয়াঘাটা উপজেলা আ’লীগের উদ্দ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে স্থানীয় আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ রায়,অনুপ গোলদার,বিএম মাসুদ রানা,সুধাংশু রায়,মানস পাল,জিএম মিলন গোলদার,মোক্তার হোসেন,মোঃ শাহরিয়ার হোসেন, অরিন্দম গোলদার, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান,মহিলা আ’লীগ নেত্রী শিউলি বিশ্বাস ছাত্রলীগ নেতা সুরজিৎ মন্ডল প্রমূখ।সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন করে।অপরদিকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল শনিবার বেলা ১২টায় যুবনেতা সবুজ মিস্ত্রী’র সভাপতিত্বে স্থানীয় মল্লিকের মোড় সংলগ্ন দাউনিয়াফাঁদ ও গুপ্তমারী এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়।অধ্যাপক অনুপম টিকাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস,সহকারী শিক্ষক যথাক্রমে বিজন মল্লিক,দেবাশীষ বিশ্বাস,সুকান্ত কুমার রায়,রনজিত কুমার রায় রনো,মৃদুল বিশ্বাস, প্রদীপ কুমার গাইন,বনানী বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, তপতী রাণী মল্লিক,ফাল্গুনী,জলমা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেব্রবত মল্লিক দেবু ধ্রুব বৈরাগী প্রমূখ ।