খুলনা'র বটিয়াঘাটার মল্লিকের মোড়ে দুই শত বছরের প্রাচীন ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও বাৎসরিক গরুর দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং মেলা গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় মল্লিকের মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিশিষ্ট সমাজ সেবক তরুণ প্রজন্মের অহংকার রথিন মল্লিক,প্রীতিশ রায়,অসীত বিশ্বাস,দ্বীপ পান্ডে, সাগর মল্লিক,সবুজ মল্লিক,শান্ত হালদার বিটু,উৎস মল্লিক,সাগর গোলদার প্রমূখ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।