খুলনা’র বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোর্ট,৬নং বালিয়াডাঙ্গা ও ৭নং আমীরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে গরীব অসহায় ভ্যানচালক,রিক্সাচালক, ইজিবাইক চালক ও রোজাদারদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন খুলন -১ আসন(বটিয়াঘাটা-দাকোপ)থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী মানবতার ফেরিওয়ালা সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়।এসময় তিনি বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে নৌকা প্রার্থীকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে বলে সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।