খুলনা’র বটিয়াঘাটায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রভূ যীশু খ্রিষ্টের ক্রুশ দিবস -২০২৩ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।গতকাল ৭ মে শুক্রবার বেলা ১২টায় মল্লিকের মোড় সংলগ্ন দাউনিয়াফাঁদ এলাকায় জলমা আশির্বাদ এজি চার্জে উদ্দ্যোগে প্রভূ যীশুর ক্রুশ নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা স্থানীয় চার্জে অনুষ্ঠিত হয়।জানা যায়,খ্রিষ্ট পূর্ব প্রায় ২ হাজার বছর পূর্বে গড পুত্র প্রভূ যীশুকে কিছু বিপথগামী মানুষ এই দিনে ক্রুশে দিয়ে ছিল।তাই খ্রিষ্টান ধর্মাবলম্বীর মানুষ এই দিনটি ক্রুশ দিবস হিসেবে পালন করে আসছে।তারই ধারাবাহিকতায় জলমা ইউনিয়নে বসবাসকৃত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ক্রুশ দিবস উদযাপন করেছে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এজি চার্জের পালক প্রবীর মন্ডলের নেতৃত্বে খুলনা-চালনা মহা সড়কে প্রভূ যীশুর ক্রুশ ও বাদ্যযন্ত্র বাজিয়ে এক শোভাযাত্রা বের করে এবং তা চার্জে গিয়ে শেষ হয় ।