খুলনা'র বটিয়াঘাটার জলমা ইউনিয়নের চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রমে গতকাল শুক্রবার ৮ম প্রহর মহা নাম-সংকীর্তন(নামযজ্ঞ) অনুষ্ঠিত।মহা নামযজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা-১ আসন(বটিয়াঘাটা-দাকোপ)থেকে ১২তম জাতীয় সংসদ নির্বাচনের আ'লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী মানবতার ফেরিওয়ালা সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়।জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মন্দিরে সভাপতি বিধান রায়'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় টিকাদার'র সঞ্চালনায় অনুষ্ঠিত মহা নাম-সংকীর্তন(নামযজ্ঞ)উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বীরমুক্তিযোদ্বা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সহকারী অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়,অবসরপ্রাপ্ত শিক্ষক যথাক্রমে পংকজ মল্লিক, আ'লীগ নেতা রাজ কুমার রায়,এ্যাডভোকেট রমেশ কান্তি মল্লিক,জলমা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জন সুতার,গোবিন্দ মল্লিক, অরবিন্দু মহলদার,শিক্ষক বিজন মল্লিক,হিরন্ময় রায়,বিকাশ বাড়ৈ,বিপ্লব মল্লিক,বিধান হালদার, মনোজ কান্তি মল্লিক,নিতিশ মল্লিক,সুভাষ বিশ্বাস, বিশ্বজিৎ রায়,প্রদীপ হীরা,কুমারেশ গাইন,শিউলি বিশ্বাস,বন্ধনা রায় প্রমূখ ।