খুলনা’র বটিয়াঘাটায় চৈত্র মাসের বসন্ত কালের দেবী বাসন্তি পূজাঁর অষ্টমী তিথিতে গতকাল বুধবার বেলা ১১টায় কাশীর পুরাধেশ্বরী শ্রীশ্রী মা অন্নপূর্না পূজাঁ উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্ৰামের ঐতিহ্যবাহী রায় পরিবারের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও বাৎসরিক অন্নপূর্ণা দেবীর পূজাঁ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।ঐতিহ্যবাহী রায় পরিবারের সদস্য উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায় ও রিপন রায়’আঙ্গিনায় পারিবারিক মন্দিরে উক্ত বাৎসরিক এ পূঁজা অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও উপজেলার বিভিন্ন বাসন্তি দেবীর মন্দির ও ব্যক্তিগত ভাবে অনেকের বাড়িতে অন্নপূর্ণা দেবীর পূজাঁ অনুষ্ঠিত হয়েছে।