খুলনা বিশেষ প্রতিনিতি>> খুলনা জেলার তেরোখাদা থানাধীন সৌদি আরব প্রবাসী মোঃ নান্নু মোল্যা (৩০)পিতা মোঃ রাবু মোল্যা (৬২)পিতা অভিযোগ করেন তেরোখাদা থানা অফিসার ইনচার্জ বরাবর রাবু মোল্যা অভিযোগ লিখিত অভিযোগ করেন আমার ছেলে নান্নু মোল্যা ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ করেন এক মুসলিম পরিবারের একটি পরিবারের মেয়েকে খড়রিয়া গ্রাম(কদমতলা),থানা-কালিয়া,জেলা-নড়াইলদ্বয় মোঃ রহিম মোল্যার কন্যাসন্তান মোসাঃ লিজা বেগমকে।বিবাহের বয়স আনুমানিক ৯বছরের মতন।বিবাহ থেকে সুখ শান্তিতে সংসার করে আসছিলো বেশ কিছুদিন।
দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।তাহার নাম আসমা বয়স ৪বছর ৯মাস।এদিকে সৌদি আরব চলে যান স্বামী মোঃ নান্নু মোল্যা।স্বামী বাড়িতে না থাকার সুযোগে পরকিয়ায় লিপ্ত হয় স্ত্রী লিজা বেগম।একই গ্রামের মোঃ ইব্রাহিম মোল্যার বখাটে ছেলে মোঃ আলামিন মোল্যা(৩২)র সাথে। সূত্রে জানা যায় প্রবাসীর স্ত্রী লিজা বেগমকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলেন আলামিন ও তার পিতা ইব্রাহিম মোল্যা। বিষয়টি জানাজানি হলে তেরোখাদা থানায় একটি সাধারন ডায়রি করেন।তবে থানাতে লিখিত অভিযোগ করেও কোন ভালো ফলাফল পাই নাই প্রবাসী নান্নু মোল্যার পিতা,মাতা।
এদিকে প্রবাসীর স্ত্রী লিজা বেগম তার পিতার বাড়ি নড়াইল জেলার খড়রিয়া গ্রামে ৪/৯/২৪ইং তারিখে গোপনে চলে যায়।পিতার বাড়িতে চলে যাওয়ার সময় প্রবাসী নান্নু মোল্যা ফসলী জমি ক্রয় করার জন্য ৮লক্ষ ৪০হাজার টাকা জমা রাখে স্ত্রীর নিকট।স্ত্রী লিজাকে দেওয়া স্বর্ণের চেইন,কানের দুল,আংটি,হাতের রুলি,একটি মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৪লক্ষ ৬০হাজার টাকা।বিদেশ থেকে বিভিন্ন সময় পাঠানো টাকা জমা ছিলো ২লক্ষ ৮০হাজার টাকা।সকল কিছু নিয়ে স্বামীর বাড়ির থেকে গোপনে রাতের আধারে মেয়ের পিতার বাড়িতে আশ্রয় নেয় বলে জানা যায়।তবে খোজখবর নেওয়ার পর জানা গেছে লিজা বেগম তার পিতার বাড়িতে না যেয়ে প্রেমিক মোঃ আলামিন মোল্যার হাত ধরে চলে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বেশ কিছু লোক জানতে পারে এবং গ্রামে কিংবা বাজারে আলোচনা শুরু হয়।সকলের সহযোগীতায় প্রবাসীর স্ত্রী লিজা বেগম ও তার পরকিয়া প্রেমিক আলামিন মোল্যার নিকট হতে ২০দিন পর উদ্ধার করতে সক্ষম হয়।এই বিষয়টি নিয়ে নড়াইল জেলার কালিয়া থানায় ১৪/১০/২৪ইং তারিখে সাধারন ডায়রি করেন প্রবাসী নান্নু মোল্যার পিতা মোঃ রাবু মোল্যা। পুলিশ প্রশাসনের নিকট হতে কোন প্রকার সহযোগীতা পান নাই বলে জানিয়েছেন।
মোঃ আলামিন মোল্যা,পিতা মোঃ ইব্রাহিম মোল্যা, গ্রাম নয়া বারোসাত,থানা-তেরোখাদা,জেলা-খুলনা।আলমিন ভারতে নারী পাচারকারী করে,এরকম অনেক সংসার ভেঙ্গে দিয়েছে যা প্রমানিত।আলামিনের দুটি স্ত্রী রয়েছে ভারতের বোম্বে নামক স্হানে।তাদের দিয়ে দেহ ব্যবসা করে বলে এলাকাসূত্রে জানা যায়।
প্রবাসী নান্নু মোল্যার স্ত্রী লিজা বেগম এর পিতা রহিম মোল্যা হুমকি প্রদান করতেছে প্রবাসী নান্নু মোল্যার প্রতি।মোবাইল ফোনে হুমকি সহ নানা প্রকারের ভয়ভীতি দেখাচ্ছেন।রহিম মোল্যা ৫/১১/২৪ইং তারিখ বিকালের দিকে তার জামাতা সৌদিআরব প্রবাসী মোঃ নান্নু মোল্যাকে বলে তুই দেশে আসলে হাত পা ভেঙ্গে দিবো।তোর পরিবারের উপর আঘাত করবো।তোর পরিবারের লোকজনকে ভালো থাকতে দিবো না।এসকল বিষয় নিয়ে মিডিয়া কর্মীদেরকে বলেন।
এদিকে লিজা বেগমের নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায় লম্পট প্রতারক নারী পাচারকারী আলামিন।প্রবাসী নান্নু মোল্যার স্ত্রী লিজা বেগমের পিতা রহিম মোল্যা হুমকি ভয়ভীতি প্রদান করতেছে নান্নু মোল্যাকে এবং তার পিতা মাতা ভাই বোনকে।
উপরোক্ত বিষয়টি নিয়ে সৌদিআরব প্রবাসী মোঃ নান্নু মোল্যা ও তার পরিবারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি বিরাজ করছে।ভবিষ্যৎতে নান্নু মোল্যার পরিবারের প্রতি যে কোন ভয়ানক বিপদে ফেলতে পারে।সে কারনে খুলনা জেলার তেরোখাদা থানা অফিসার ইনচার্জ ও নড়াইল জেলার কালিয়া থানা অফিসার ইনচার্জ মহোদয়ের নিকট নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন।
বাংলাদেশ প্রতিদিন ২৪.কম | দুরান্ত টিভি ২৪.কম | জাতীয় পত্রিকাতে প্রকাশিত হয়েছে বিশেষ এই নিউজটি | মিডিয়াতে নিউজ প্রকাশিত হলে আইনি ব্যবস্থা আমা করি গ্রহন করবে।