খুলনাতে বিএনপি নেতা রিয়াজ শাহেদ তার ম্যানেজার গুলিবিদ্ধ।
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার রাত ৯টায় খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ দু’জন খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।চিকিৎসকরা জানান,দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের ডান হাত একটি ও রফিকের পিঠে তিনটি গুলি বিদ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার ০৬সেপ্টেম্বর-২০২২ ইং রাত ৯টার দিকে দৌলতপুর থেকে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও রফিক মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন।তারা বিএল কলেজের ২নং গেট সংলগ্ন এলাকায় আসলে পেছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাদেরকে গুলি করে পালিয়ে যায়।এতে রফিকুল ইসলামের পিঠে তিনটি এবং রিয়াজ শাহেদ ডান হাতে একটি গুলিবিদ্ধ হয়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।গুলিবিদ্ধ দুইজন(খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।