ক্লান্ত পথিক
রাহেলা আক্তার
এ’কেমন পরীক্ষাগার তোমার বিধি!
জগৎ নামের রঙ্গ শালার পিছু
ছুটতে ছুটতে ক্লান্ত পথিক।
বিরাম হীন পথচলা, ঐশ্বর্যের প্রত্যাশায়
১৪৪ ধারা কারফিউ ভঙ্গ করে
অবিরাম ছুটে চলে হিমালয়ের চূড়ায়।
মায়া হীন জীবন যেন এই শেষ গন্তব্য স্থল
কি অদ্ভুত! সেথায় ও প্রতিবন্ধকতার
সুউচ্চ কারাগারে বন্দী।
অজস্র প্রহরী চারদিক ঘেরাও অক্টোপাসের মতো-
অমোঘ নিষ্ঠুর নিয়তি!
প্রকৃতিও প্রহসনে মেতে উঠে। ফের বাধা, কলঙ্কের কালি মাখার ভয়ে জর্জরিত পথিক।
রাগে, ক্ষোভে মেতে উঠে বিক্ষোভের মিছিলে, হঠাৎ গ্রেনেটের বিস্ফোরণ,
প্রকৃতি স্তব্ধ হতভম্ব, এরি মাঝে গর্জন।
আমি স্বস্তি চাই,এক দণ্ড শান্তি চাই,
মুক্তি দাও, একটি গোলাপের নির্যাস যেন পাই।
ক্লান্ত পথিক তৃষ্ণার্ত, আলিঙ্গনের অদম্য নেশায়!
হৃদয় মরুতে ভাসিয়ে দাও প্রণয়ের প্লাবন।।