কুড়িগ্রামে পুলিশ র্কতৃক মাদক বিরোধী অভিযানে ৪২কেজি গাঁজা উদ্ধার করে ১৩ই আগষ্ট ২০২২ ইং তারিখ দুপুর ২টার সময় গোপন সংবাদ সূত্রে অফিসার ইনচার্জ জনাব মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে ফুলবাড়ী থানার এসআই মোঃ এনামুল হক সঙ্গীয় এসআই মোঃ মাহাবুব হোসেন,এসআই মোঃ শফিকুল ইসলাম,এএসআই মোঃ জিয়াউর রহমান,এএসআই শ্রী বিষ্ণুপদ দাস,এএসআই মোঃ জুলফিকারুল ইসলাম,নায়েক-৮৮২ মোঃ শাকিল আহমেদ, কং-১৭২ মোঃ সোহেল রানা,কং-৭৩১ মোঃ শাহ শওকত, কং-৩৬৭ মোঃ শাহিনুর রহমান,কং-১১৯২ মোঃ নাহিদ হাসান,কং-৭২৯ আঃ সালাম, ড্রাইঃ কং-১০৪০ মোঃ ইসমাইল হোসেনসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান ডিউটি কালীন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের আটক করে আটককৃত হলেন ১।মোঃ সফিকুল ইসলাম(৪০)পিতা-মোঃ ছলিমুদ্দিন,মাতা-মোছাঃ রোকেয়া বেগম,২।মোছাঃ মল্লিকা বেগম (৩৫),স্বামী-মোঃ সফিকুল ইসলাম,মাতা-মোছাঃ আছমা বেগম,উভয়ের সাং-অনন্তপুর(খামারটারী), থানা-ফুলবাড়ী,জেলা-কুড়িগ্রামদ্বয়ের বসত বাড়ী তল্লাশি করে রান্না ঘরের ভিতরের নিচ হতে ৪২কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
পরবর্তীতে এই বিষয়ে পলাতক মাদক ব্যবসায়ী ১।মোঃশফিকুল ইসলাম(৪০),২।মোছাঃ মল্লিকা বেগম (৩৫)এর নামে ফুলবাড়ী থানার মামলা নং-১০,তারখি-১৩আগষ্ট ২০২২ খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে।