রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে পঞ্চানন দাস নামে এক পাইকারি ব্যবসায়িকে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের দায়ে ১শত কেজি পলিথিন জদ্বসহ দেড় হাজার টাকা জরিমানা করা হয়।ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক সাঈদ আনোয়ার তত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্যানেটরি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রণজয় দাসসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন,পরিবেশের বিপর্যয় রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।