নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে আমন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিকের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও রুনু সাহা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিসার আবু রায়হান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী, পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রমুখ।
এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আমন বীজ প্রদান করা হয়।উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ১৭শত প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।