প্রতিনিধিঃ মোঃ মামুন মোল্যা স্টাফ রিপোর্টার-নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নে বনবিভাগের উদ্যোগে বৃ্ক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন বুধবার-২০২৩ইং সকাল ১০ টায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেলিডাঙ্গা বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা বন অফিসার আমজাদ হোসেনের সঞ্চালনায় বর্তমান অর্থ সভাপতি মাউলী ইউনিয়নের ভিডিপি দলনেতা আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সভাপতি ওহিদূর গাজী, সহ -সভাপতি তিলায়েত মোল্যা,কোষাধ্যক্ষ মোঃ আরবান হোসেনসহ কমিটির ৯৬ জন সদস্য।এ সময় চান্দেরচর থেকে তেলিডাঙ্গা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার উভয় পাশে ২ হাজার একাশি গাছ, ৮শত রেন্ডি, ৫শত কাঠ বাদাম,৫ শত আমলকি,৫শত হরিতকি ও ৭শত জামগাছসহ মোট ৫ হাজার চারা রোপন করা হয়।