স্বাধীনতা
কবি-মোঃ মামুন মোল্যা
একাত্তরের পঁচিশ মার্চ
ভয়াবহ অধ্যায়,
ভুলবে কি বাঙালি
ক্ষত যে কলিজায়?
একাত্তরের মধ্যে রাতে
ওরা দেয় হামলা,
মারছে জ্ঞানী গুণী
ছাত্র ও আমলা।
মা বোনদের দংশন করে
বিশাক্ত ওই সাপে,
সোনার ছেলের গায়ে আগুন
ধরবে এবার চেপে।
নিস্তব্ধ বীর বাঙালি
উঠলো সবে জেগে,
তাদের হাতে অস্ত্র দেখে
ওরা ডরে ভোগে।
ওদের বোনা মাকড়সার জাল
আনল সব ঘুচিয়ে,
পুড়ায় দিল বীর সেনারা
আনলো স্বাধীনতা ছিনিয়ে।
লেখা ২৬-৩-২৩