নিজস্ব সংবাদদাতাঃ
নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন( আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজলকে ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য বই তুলে দিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ এনামুল হক
বিশিষ্ট কলামিস্ট স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল বলেন-ড.খান আসাদুজ্জামান এর ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য বইটি চমৎকার লেখা,সেই সাথে তিনি একজন অনেক গুণাবলীর মানুষ ও বটে।তিনি একজন ডক্টর.কন্ঠ শিল্পী,সুরকার,লেখক,পত্রিকার সম্পাদক,আনসার ভিডিপি ব্যাংকের পরিচালক,বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন,ড.খান আসাদুজ্জামান একজন সরল প্রকৃতির ও মনমানসীকতার দিক দিয়ে অনেক বড় মাপের ব্যক্তিত্ব,তারগুনোগানের কথা বললেও শেষ হবে না।ড.খান আসাদুজ্জামান এর জন্য অফুরান্ত ভালোবাসা ও দোয়া রইল সেই সাথে শুভকামনা ও অভিনন্দন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি মোঃ এনামুল হক"কে নড়াইল আরজেএফ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান,আরজেএফ লিডার প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দিলেন।
২০অক্টোবর-২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)অফিস কক্ষে সভাপতি ও যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজলকে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি ও লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি মোঃ এনামুল হক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ড.খান আসাদুজ্জামান এর লেখা ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য বইটি।ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য গ্রন্হটির শেষ অংশে বঙ্গবন্ধুর মহিমাময় জীবনের আলোকে ড.খান আসাদুজ্জামানের কথা ও সুরে এগারোটি মৌলিক গান সংকলিত হয়েছে।কবি,গীতিকার,সুরকার ও কণ্ঠশিল্পী ড.খান আসাদুজ্জামান সর্বদা তার রচনা ও গায়কীতে গতানুগতিকের পরিবর্তে একটু ভিন্নতা তথা ভিন্ন ঘরনার অবতারনা করে থাকেন।উল্লেখ্য যে,একই সাথে কাব্যসুধা ও সুরের রস অবগাহন করতে এ কবির রচিতা কবিতা,গান ও প্রাসংগিক আলোকচিত্র সম্বলিত ব্যতিক্রমী এই গ্রন্থটি বর্তমান প্রজন্মের জন্য এক প্রদীপ্ত ও প্রানবন্ত প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
উৎসর্গ--------
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি স্বাধীনতার মহান স্হপতি,মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুগে যুগে বাংলার স্বাধীনতা সংগ্রামে আত্নদানকারী সকল বীর শহিদদের পূণ্যস্মৃতির প্রতি।
বহুমুখী শিল্পস্রষ্টা বিচক্ষণ ধীমান ব্যক্তিত্ব ড.খান আসাদুজ্জামান একাধারে একজন কবি,কথাশিল্পী, গবেষক,গীতিকার,সুরকার এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী।তিনি ১৯৭৬ সালের ২৫অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ঐতিহ্যবাহী ভৈরব নদী সংলগ্ন দোহাজারী গ্রামে তার জন্ম।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ১৯৯৭ সালে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৮ সালে এমফিল ১ম পর্ব কৃতিত্বের সাথে সম্পন্ন করেন,২০১৫ সালের ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।২০১৩সালে এলএলবি এবং ২০১৫ সালে এলএলএম ডিগ্রী অর্জন করেন।তিনি জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার,ডেইলি বাংলাদেশ ডায়েরি ও মাসিক অপরাজেয় বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক।এছাড়া ও ড.খান আসাদুজ্জামান SOFEN Innovation Ltd.SOFEN Technologies Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।বাংলাভাষায় প্রকাশিত তার "ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য" গ্রন্থটি পাঠক সমাজে নন্দিত হবে বলে আমরা আশা করি।
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক বলেন ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য বইটি পড়ে দেখলাম বইটি অত্যান্ত চমৎকার লেখা,আমরা পত্রিকার প্রতিনিধিগন যারা আছি আমরা গর্ব ও গৌরব করতে পারি ড.খান আসাদুজ্জামান স্যারকে নিয়ে।বাংলাদেশের সকল মানুষের মাঝে হয়ে উঠুক মধ্যমণি এই প্রত্যাশা করেন সাংবাদিক মোঃ এনামুল হক।
"দুরান্ত টিভি২৪ ডটকম" এর পক্ষ হতে ড.খান আসাদুজ্জামান'কে অভিনন্দন ও শুভকামনা।