ডেস্ক রিপোর্টঃ-নড়াইলের নড়াগাতি থানায় ডুমুরিয়া সোসাইঘাট এলাকায় টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বুধবার ২৭ নভেম্বর ভোরে এ ঘটনা ঘটে।নিহত আব্দুর রহিম ডুমুরিয়া গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে এবং যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
জানা গেছে,টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় সে সাতটি বিষয়ে ফেল করে।এ কারণে স্কুল কর্তৃপক্ষ থাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেয়নি।পরিবারের ভয়ে বিষয়টি কাউকে জানাইনি আব্দুর রহিম।হতাশাগ্রস্ত হয়ে ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হয় এবং বাড়ির পাশের বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে বাগানে গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শরিফুল ইসলাম জানান,প্রাথমিক তদন্তে জানা গেছে পরীক্ষায় ফেল করার হতাশা থেকে আত্তহত্যা করেছে আব্দুর রহিম।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় সোখের ছায়া নেমে এসেছে।শিক্ষক ও সহপাটিরা ও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।