আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ও প্রতিনিধি সভা-২০২২
রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)কেন্দ্রীয় ঢাকা অফিস কর্তৃক আয়োজিত দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছেন।যে সকল আরজেএফ সদস্যগন রেজিষ্ট্রেশন করেন নাই দ্রুত ১৫সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবারের ভিতর রেজিষ্ট্রেশন করুন।যোগাযোগের জন্য মোবাইল দেওয়া আছে যোগাযোগ করুন।
আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ও প্রতিনিধি সভা-২০২২ প্রধান ব্যাক্তিত্ব-আরজেএফ
চেয়ারম্যান-এস এম জহিরুল ইসলাম।
মোঃ আল-আমিন শাওন(ভারপ্রাপ্ত মহাসচিব)।
মোঃ ছিদ্দিকুর রহমান আজাদী(সাংগঠনিক সম্পাদক)।
আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামের স্থানঃ বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট(পিআইবি)সেমিনার কক্ষ ৬ষ্ঠ তলা,৩সার্কিট হাউজ রোড ঢাকা।তারিখ ২৪সেপ্টেম্বর ২০২২ইং রোজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট(সনদপত্র)প্রদান করবেন।রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)কমিটির সকল সদস্যবৃন্দগন এই লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।
সময়ের উপযোগী সিন্ধান্তকে শুভকামনা জানিয়েছেন-রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)নড়াইল জেলার লোহাগড়া উপজেলা সভাপতি মোঃ এনামুল হক