রিপোর্টারঃ পিরোজপুর প্রতিনিধি–পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো.আতিয়ার রহমান সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।চিঠিতে উল্লেখ করে বলা হয়,আগামী ১৩ই জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভান্ডারিয়া পৌরসভার বাই সাইকেল প্রতীকের প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান করতে হবে।এবং আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ার পরও কেন তার প্রার্থীতা বাতিল করা হবে না,সে বিষয়েও নির্বাচন কমিশন সচিবালয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে বাই সাইকেল মার্কার পৌর মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে।
চিঠিতে উল্লেখ করা হয়,বিভিন্ন ইলেকট্রনিক,প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর যাচাই বাছাই করে পিরোজপুর জেলা নির্বাচন কমিশন বাই সাইকেল মার্কার প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রা ও যান্ত্রিক যানবাহন নিয়ে শো ডাউন করে স্পষ্ট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের প্রমান পেয়েছে।এ পরিপ্রেক্ষিতেই তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে তলব করা হয়েছে।
এখানে উল্লেখ্য,আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মাহিবুল হোসেন মাহিম জাতীয় পার্টি (জেপি)-র মনোনিত বাই সাইকেল মার্কার মেয়র প্রার্থী।তিনি জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান ও ভান্ডারিয়ার স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই।গত ৮ জুলাই বিকেলে মূলত আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকায় গেলে তখন সেখানে মাহিবুল হোসেন মাহিমসহ শতাধিক মোটর সাইকেল ও অর্ধশত মাইক্রোবাস নিয়ে বাই সাইকেলের পক্ষে এলাকায় বিশাল শো ডাউন করে জাতীয় পার্টি (জেপি)-র নেতা কর্মীরা।এর পরদিন একই ভাবে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে জামাই, ফরিদপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরীও একই ভাবে বিশাল শোডাউন করে বাই সাইকেলের পক্ষে ভান্ডারিয়ায় শোডাউন দিয়ে প্রবেশ করেন।যা নিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি ও চাঞ্চল্য সৃষ্টি হয়।এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা হয়।এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ফাইজুর রশিজ খসরু জমাদ্দার।এর পরিপ্রেক্ষিতে সেদিন জেপির প্রার্থীকে চিঠি দেয় পিরোজপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়।তারই ধারাবাহিকতা মাহিম হোসেনকে ঢাকায় তলব করা হলো।
এ মাসের ১৭ তারিখ ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করার কথা রয়েছে।
পিরোজপুর প্রতিনিধি