আগামী ২০মে শনিবার খুলনা’র বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডারের ২০২২-২৩ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ শুরু হয়েছে।গতকাল ৫এপ্রিল বুধবার চুরান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে আগামী ৯এপ্রিল রবিবার বিকাল ৩ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উক্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।জানা গেছে,নির্বাচন কমিশন কার্যালয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচন কমিশনের আদেশক্রমে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত সচিব(প্রশাসন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রঞ্জিত কুমার দাশ স্বাক্ষরিত পরিপত্রে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যায়।পরিপত্রে গত ১৯ মার্চ রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ,গত ২২ মার্চ খসড়া ভোটার তালিকার উপর দাবি,আপত্তি ও সংশোধনীর শেষ তারিখ,৩০মার্চ বৃহস্পতিবার দাবি,আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি তারিখ,৫এপ্রিল বুধবার চুরান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।যা আগামী ৯ এপ্রিল রবিবার বিকাল ৩টা পর্যন্ত সংগ্ৰহ করা যাবে।আগামী ১০এপ্রিল সোমবার সকাল ১০থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা প্রদান করা যাবে।আগামী ১১ এপ্রিল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।আগামী আপিল নিষ্পত্তির তারিখ ১৬ এপ্রিল রবিবার।মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ এপ্রিল সোমবার।চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ আগামী ১৮এপ্রিল মঙ্গলবার।আগামী ২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দিন এবং আগামী ২০ মে শনিবার ভোট গ্ৰহনের দিন ধার্য করা হয়েছে।দীর্ঘ বছর পর নির্বাচনের দিন ক্ষণ ঠিক করে তফশিল ঘোষণা করায় উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং সন্তানদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।ইতিমধ্যে ২০মে শনিবার নির্বাচনকে ঘিরে মুক্তিযোদ্ধারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন।