রিপোর্টারঃ এস আই সুমন–আগামী ১৯ জুন “দেশ ও দেশের মানুষকে বাঁচাতে” বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফল করার উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে নামুজা বন্দর,বাংলা বাজার,চৌ-মোহনী বাজার,টেংরা বাজারে সাধারণ জনগন,ব্যবসায়ীদের মাঝে প্রচারণা মূলক লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করা হয়।লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা মিজানুর রহমান মিজান।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন,আগামী ১৯ জুন বগুড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে,আপনারা ভয়ভীতির উর্দ্ধে থেকে সবাই একজোট হয়ে সভাবেশে যোগ দিবেন ও সফল করবেন,আর বেশিদিন নয়,এই হায়েনা ভোট বিহীন অবৈধ আওয়ামী সরকারের বিদায় ঘন্টা বেঁজে যাবে ইনশাআল্লাহ এ জন্য তিনি সবাইকে সভাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা সোহাগ,সৌকত,বিজয়,রাশেদ,শিমুল,মুন্তাজুর রহমান সহ অন্যান্য নেত্ববৃন্দ।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ১৫/৬/২০২৩ ইং