নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জনস্বার্থে সংশ্লিষ্ট দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থা নড়াইল জেলা নড়াইল উপ-সহকারী পরিচালক-বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল।গতকাল ৩মে-২০২৩ইং রোজ বুধবার বিকাল ৫ঘটিকায় সময় নড়াইল জজ কোর্টের আইনজীবী ও জনস্বার্থে সংশ্লিষ্ট দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থা-নড়াইল জেলা সহকারী পরিচালক অ্যাড.মোঃ রাকিব হাসান এর চেম্বারে বি-লার্নেড বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমান স্যারের ফৌজদারি মামলা বিষয়ক লেকচারের সংকলন বইটি উপহার দিলেন।এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি,দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর সম্পাদক ও প্রকাশক ডা.মোঃ এনামুল হক,নড়াইল জেলা আরজেএফ মহিলা বিষয়ক সম্পাদক ও দুরান্ত টিভি’র বার্তা সম্পাদক সোহানা পারভীন জনি,এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
বি-লার্নেড নামের বইটির সম্পাদনায় মু.রায়হান সোবাহান,ফাহমিদা সুলতানা,শেখ আফরোজা আলম মাহি,Minilaw School.আবু সুফিয়ান মোঃ নোমান ম্যাজিষ্ট্রেট(সিনিয়র সহকারী)বিদ্যুৎ আদালত,চট্রগ্রাম(উত্তর)সাবেক মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট,ঢাকা।প্রকাশকাল অক্টোবর-২০২২ইং এই বইটি ১থেকে ১৬৪পৃষ্ঠা।
এসময় সাংবাদিক সাজ্জাদ আলম খান বলেন এমন একজন সম্মানীত ব্যক্তির লেখা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমান স্যারের ফৌজদারি মামলা বিষয়ক লেকচারের সংকলন “বি-লার্নেড” নামের বইটি উপহার পেয়ে আমি অত্যান্ত খুশি ও আনন্দিত।