অবশেষে শুটিং শেষ হলো জসিম উদ্দিন ইমনের চলচ্চিত্র "ধোঁয়া"
সমাজের কুসংস্কার ও পারিবারিক জীবনের গল্প নিয়ে তরুন উদীয়মান নির্মাতা জসিম উদ্দীন ইমন পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র "ধোয়া"শুটিং সমাপ্ত হলো।
নির্মাতা জসিম উদ্দিন ইমন বলেন -ধোঁয়া চলচ্চিত্রে আমি অনেক চ্যালেন্জিং কিছু চরিত্র পেয়েছি।যারা সত্যি ডেডিকেটেড এবং শিল্পবোধ সম্পুর্ণ।বিশেষ করে চলচ্চিত্রের নায়ক শফিউল রাজ,দোলা,মন্ডল, জোহা,মশিউর রহমান পল্টন,উত্তম কুমার,শাহাদাত খান,আবিদ আমিন,মোস্তফিজুর রহমান এরা খুব ভালো করেছে।
নির্মাতা আরও বলেন,কীর্তনখোলা নদীর চরে শুটিং ছিল বুধবারে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামে,নদীর বেড়ি বাধ ধরে যেতে হয় লোকেশনে।মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে চরসহ লোকেশন এর সংযোগ সড়ক পানির নিচে নিমজ্জিত হয়।আমরা পুরো টিম যে টিনের ছাউনিতে আশ্রয় নিয়েছিলাম তার চারপাশটা কোমর পর্যন্ত পানি উঠেছিল।ঐদিন প্রচুর বৃষ্টি ছিল পুরো দিনে।একমাত্র তরুন উদ্যোমী টিম এর কারনে শুটিং সম্পূর্ন হয়।একদল স্বপ্নবাজ তারুণ্যই অসম্ভবকে সম্ভব করেছে।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "ধোঁয়া " সমাজের কুসংস্কার ও পারিবারিক জীবনের গল্প।গল্পের চরিত্ররা আমাদের চারপাশেই বিদ্যমান।আশাবাদী দর্শক তৃপ্তি পাবে।ধোঁয়ায় আরও অভিনয় করেছেন,লিপিকামজুমদার,হৈমন্তী,শ্রাবন্তী,অমিত,কৌশিক,নয়ন মল্লিক,আমিনুল,নবীন,সজিব,মুওয়াজ সবাই অনেক ভালো করছে।আশা করছি আমার নির্মিত অন্যান্য সিনেমার মতো"ধোয়া"দর্শক মহলে সাড়া পাবো।