বাংলাদেশের মহান স্বাধীনতার ৫১ বছর পুর্তি উপলক্ষে আমিনপুর থানা আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,১৬ই ডিসেম্বর বিকেল ৪ ঘটিকার সময় আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিজয় শোভাযাত্রায় আমিনপুর থানা আওয়ামী লীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, আমিনপুর থানা আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।বিজয় শোভাযাত্রা শেষে কাশিনাথপুর ফুলবাগান আওয়ামী লীগ পার্টি অফিসে ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর সৈনিক ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,আমিনপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ সোহাগ, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবর রহমান,রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হাসেম উজ্জ্বল,মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক,রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা,আমিনপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা আহমেদ,ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দীন ব্যাপারী,বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জালাল চৌধুরী,জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সভাপতি হায়দার আলী,বেড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন টুটুল,আমিনপুর থানা আওয়ামী যুবলীগ নেতা রেজাউল করিম,আমিনপুর থানা সেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক হাফিজুর রহমান,বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ রুবেল,আমিনপুর থানা কৃষক লীগের সভাপতি সেলিম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।সেই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি জামাতের সন্ত্রাস-নৈরাজ্য রাজপথে রুখে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার অঙ্গীকার ব্যাক্ত করেন তারা।
উল্লেখ্য আলোচনা সভায় রেজাউল হক বাবু আমিনপুর থানাকে গ্রুপিং মুক্ত শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে ঘোষণা করেন।