হোগলপাতিয়া খানকায়ে হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং উদ্ভোধন।শুক্রবার (১১নভেম্বর) আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় হোগলপাতিয়া খানকায়ে হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর চীপ জুডিশিয়াল আদালতের নাজীর মাওলানা মো:শহিদুল ইসলামর সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত সমাবশ প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলন ঝাউদি ইউনিয়নর বারবার নির্বাচিত চয়ারম্যান জনাব মা:আবুল হাওলাদার।বিশেষ অতিথি হিসবে উপস্হিত ছিলেন মাওলানা মা:ওমর ফারুক সুপার তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।বিশিষ্ট সমাজ সবক জনাব মা: মাহাবুবুর রহমান খাগদি খানকায় মাছারীয়া কমপ্লক্সর প্রতিষ্টাতা ও উপদষ্টা।কমপ্লক্স মসজিদর সম্মানিত সভাপতি জনাব মা:হারুন অর রশীদ,হজরত মাওলানা আবু তালব মধা, জনাব আ: হামদ আকন বাংলাবাজার ইদগাও এর সহসভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ৩নং ওয়ার্ডর সাবক মম্বার জনাব আ:মালক আকন, সাবক মম্বার শামচুল হক ফকির ও বর্তমান মম্বার জনাব মা:বারহান মাল্লা।