নবীগঞ্জে পারমার্থিক মিত্রসংঘের কমিটি গঠন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পারমার্থিক মিত্র সংঘের কার্যকরী কমিটি গঠনকল্পে গতকাল শনিবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্বে করেন জীবেশ গোপ এবং সুব্রত রায়ের পরিচালনায় সভায় সর্ব সম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা পারমার্থিক মিত্র সংঘের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সুব্রত রায়(গোপাল),নিবার্হী সভাপতি মিটুন চক্রবর্তী, সহ-সভাপতি প্রশান্ত দাশ শান্ত,জয় গোপ, রতন রায়,সুমন কুমার অখিল, বিকাশ দেব, কাজল দাশ, বিনয় ভূষণ দাশ,জুয়েল দাশ,সাধারণ সম্পাদক দিপু দাশ,মুখপাত্রঃ যুবরাজ দাশ,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান রায়, যুগ্ম-সাধারন সম্পাদক রাহুল দাশ,সাগর দাশ,রুপক দাশ,প্রনয় দাশ মনি, মিল্টন দাশ,আশিষ দাশ,রুপেন দাশ, সাংগঠনিক সম্পাদক পংকজ সেন,সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে পাপ্পু রায়,সোহেল পাল,অসীম দাশ,লক্ষন দাশ,নয়ন মনি রায়,রিন্টু দাশ,শিবু দাশ, বিষ্ণু দাশ দিপেশ,অঞ্জন দাশ,অর্থ সম্পাদক বিরাজ কৃষ্ণ দাশ, সহ-অর্থ সম্পাদক আশীষ চৌধুরী, প্রচার সম্পাদক স্বপন রবি দাশ,সহ-প্রচার সম্পাদক রিপন গোপ, সাংস্কৃতিক সম্পাদক বাপ্পন গোপ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ঝলক গোপ,দপ্তর সম্পাদক মিটুন রবি দাশ,আকাশ এসডি আদি,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্জুন রায়,পার্থ রায়,ছাত্র বিষয়ক সম্পাদক নেপাল চন্দ্র, ঝলক পাল, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রীতি দাশ, উমা রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিতাই পাল,ছোটন দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক সদাতুষ্ট গোপিনাথ দাশ,কৃপাময় নরহরি দাশ,আইন বিষয়ক সম্পাদক হিমেল দাশ, লোকেশ দাশ, সমাজকল্যান বিষয়ক সম্পাদক অনিক রায়, মিটুন সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক শুভ সেন, শান্ত দেব, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিরাজ কৃষ্ণ দাশ, রাজু অধিকারী কার্যকরী সদস্যবৃন্দ যথাক্রমে, চয়ন দাশ, হৃদয় দাশ, জীবন চক্রবর্তী, রাসেল দাশ, পূলক দাশ, গনেশ চৌধুরী, নিলয় সূত্রধর রুদ্র রায় বাধন, গুনেন্দ্র চন্দ্র দাশ, রাহুল দত্ত।
নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দরা হলেন, জীবেশ গোপ, শ্যাম মাধব দাস সজল, অরবিন্দু দাশ, রাজিব চন্দ্র দাশ, পিংকু দাশ, সুজয় দাশ,প্রমুখ।