হবিগঞ্জের বানিয়াচং এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ী হলো বানিয়াচং থানার তারাসই গ্রামের ও সাগরদিঘির দক্ষিণপাড়,এলাকার হাসান আলী পুত্র আলী হোসেন(২৭) ও সাগরদিঘির পূর্ব মৃত-আলা উদ্দিনের পুত্র মিজানুর রহমান(২৯)
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ দেহ তল্লাশী করিয়া প্যান্টের ডান পকেট হইতে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান এবং আলী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বানিয়াচং থানার পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেন।মাদক ব্যবসায়ী দেরকে বিজ্ঞ কারাগারে প্রেরণ এর নিদের্শ প্রদান করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)অজয় চন্দ্র দেব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।