ডেস্ক রিপোর্ট-
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন ৫১-৫১/এ,রিসোর্সফুল পল্টন সিটি,পুরানা পল্টন,ঢাকা-গুনীজন সম্মাননা-২০২৪ গ্রহন প্রসঙ্গে ২০ফেব্রুয়ারি-২০২৪ইং তারিখে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সংগঠনটি চিঠি পাঠিয়েছেন।ফাউন্ডেশন এর পক্ষ লেখা রয়েছে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে বাঙালী জাতির অহংকার ও গৌরবের মার্চ মাস উপলক্ষে আসছে ০৭মার্চ ২০২৪খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৫টার সময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স,বাংলাদেশ আইডিইবি এর সেমিনার হল(নীচ তলা),ভিআইপি রোড,কাকরাইল,ঢাকায়”অগ্নিঝরা মার্চ-আমার গর্ব আমার অহংকার শীর্ষক আলোচনা সভা,স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার,দৈনিক কলম কথা,সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে গুনীজন সম্মাননা-২০২৪ প্রদানের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।অনুষ্ঠাস্হলে উপস্থিত হয়ে মাননীয় অতিথিবৃন্দের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ গ্রহনের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
এসময় উপস্থিত থাকবেন প্রধান অতিথি-বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী,বাংলাদেশ সুপ্রীম কোর্ট।প্রধান আলোচক-বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈনুদ্দিন কাজল,সাবেক অতিরিক্ত সচিব ও দেশ বরেণ্য কথাসাহিত্যিক।বিশেষ অতিথি-বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ বিজয় ম্যানুয়েল ডি প্যারেস বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক।প্রফেসর ড.এমদাদুল হক খান প্রেসিডেন্ট ওয়ার্ল্ডওয়াইড হিউম্যান রাইটস বাংলাদেশ।ড.মোঃ আব্দুল আউয়াল বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট।ড.এ.কে.এম আমিনুল হক বিশিষ্ট শিক্ষাবিদ।কবি শেখ আব্দুল হক চাষী এ্যাডভোকেট-অন-রেকর্ড,আপীল বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্ট সম্পাদক ও প্রকাশক,মাসিক ধানসিঁড়ি। সভাপতি-লায়ন এ্যাড.মোঃ রবিউল হোসেন রবি সভাপতি স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন ব্যবস্থাপনা সম্পাদক মাসিক ধানসিঁড়ি।
শুভেচ্ছান্তে-আহ্বায়ক অনুষ্ঠান উদযাপন কমিটি,বীরমুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী।সাধারন সম্পাদক স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন জাফর আহাম্মদ রাজু।
এবিষয় নিয়ে অতি আনন্দের সাথে দৈনিক কলম কথা-প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবতী বলেন আমার অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক’কে আসছে ৭মার্চ-২০২৪ইং তারিখে সম্মাননা পদক তুলে দিবেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে।আমি শুভকামনা ও অভিনন্দন জানাই।সেই সাথে আমাদের দৈনিক কলম কথা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।