“সোনালী আঁশের দেশ”
কবি আব্দুল আউয়াল সৈকত
এই লাল সবুজের বাংলাদেশ
সবুজ শ্যামল ভরা মাঠ।
কৃষকের মুখে হাসি ফুটিয়েছে,
সোনালী আঁশের পাঠ।।
সোনালি আঁশে তৈরি হচ্ছে নান্দনিক সব পণ্য।
গর্বে আমার বুক ভরে যায়
সোনালী আঁশের জন্য।।
বিশ্ব বাজারে রেখেছে
সোনালী আঁশের মান।
সোনালি আঁশে গৌরবগাথা বাংলাদেশের পাটের অবদান।।
যত্ন করলে রত্ন মিলে সোনালী আঁশের দেশ।
পাট নিয়ে এগিয়ে যাবে আমার বাংলাদেশ।।
সাংবাদিক রবীন্দ্রনাথ সরকার রিপন