নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হানিফ চেয়ারম্যান বাজার ১১নং সাইফিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা’র উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর(শনিবার)রাতে বিশিষ্ট ব্যাবসায়ী হাজী ছালা উদ্দিন সওদাগরের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন রাহনুমায়ে আশেকানে সাইফি ও খলিফায়ে মহান মুর্শিদে হক লক্ষ্মীপুরী আলা এ দরবার, সাইফিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব,হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী ছিদ্দিকী আস সাইফি(মাঃ জিঃ আঃ)।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন গাজীপুর আল-আকসা জামে মসজিদের খতিব,হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব।বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন নোয়াখালী সুবর্ণচর বায়তুস সাইফ কমপ্লেক্সের মহা-পরিচালক,আলহাজ্ব মাওলানা মনিরুজ্জামান জেহাদী সাহেব প্রমুখ।
এসময় মাহফিলের প্রধান অতিথি সাইফিয়া দরবার শরীফের পীর সাহেব, মাওলানা শাহ আতায়ে রাব্বী ছিদ্দিকী,গিবত,হিংসা,পরনির্দা,পরচর্চা ও আমল আখলাক নিয়ে বিস্তর আলোচনা করেন।পরে রাসুলুল্লাহ সাঃ শানে দরুদ মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।