সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি বুলুর জন্মদিন উদযাপন।গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর ৫২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
১সেপ্টেম্বর-২০২২ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ প্রেসক্লাবথর আয়োজনে প্রেসক্লাবথর অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।আলোচনায় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল কবির।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতির সহধর্মিনী ইমরোজা তাসনিম,সহ-সাধারণ সম্পাদক এম এ মাসুদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম,প্রচার সম্পাদক এনামুল হক,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,সদস্য হারুন-অর-রশিদ রাজুসহ প্রেসক্লাবের সদস্যগণ। পরে প্রধান অতিথি, প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল সদস্যগণকে সাথে নিয়ে কেক কাটেন।
উল্লেখ্য,মোশাররফ হোসেন বুলু ১৯৭০ সালের ১লা সেপ্টেম্বর উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল জব্বার সরকার ও মাতা মরহুমা রুপিয়া বেগম। ১৯৮৭ সালে ছাত্র জীবনে মোশাররফ হোসেন বুলু সাংবাদিকতায় জড়িয়ে পড়েন।তখন থেকে তিনি বিভিন্ন দৈনিক পত্রিকায় সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
হারুন অর রশিদ রাজু-
সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
০১৭৪০১৫৬২১৩
০২-০৯-২০২২ ইং