হারুন অর রশিদ রাজু-সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক সাংবাদিক ও তার পিতার উপর হামলা চালিয়ে মারপিট করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত সাংবাদিকের পিতা তাজুল ইসলাম(দুদু)আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সাংবাদিক খাইরুল ইসলাম নয়ন বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।
মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে সাংবাদিক নয়নের পিতা তাজুল ইসলাম দুদুর সাথে প্রতিবেশি ফুলমিয়া গংয়ের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন হতে বিরোধসহ দুদুর বাড়ি ভাংচুর ও মারপিট করে আহত করার মামলা চলে আসছিল। যা এখনো আদালতে বিচারাধীন।এরই জের ধরে গত বৃহস্পতিবার পূর্ব পরিকল্পিতভাবে ফুল মিয়া ৪ ছেলেসহ তার লোকজনকে সাথে নিয়ে দৈনিক ভোরের সময় পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও কীটনাশক ব্যবসায়ী পাইকারী মালামাল ক্রয়ের জন্য বাড়ি থেকে রওয়ানা হওয়া মাত্র খাইরুল ইসলাম নয়নকে অতর্কিত আক্রমণ করে মারপিট করতে থাকে।
এসময় তার পিতা তাজুল ইসলাম দুদু ছেলেকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাকেও এলোপাথারিভাবে মারপিট ও ধারালো ছুরি দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে।নয়নের পকেটে থাকা এক লক্ষ টাকা জোরপূর্বক বের করে নেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাজুল ইসলামকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে দেয়।সাংবাদিক নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)সেরাজুল হক বলেন,লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হারুন অর রশিদ রাজু
প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা,
০১৭৪০১৫৬২১৩
২১-১০-২০২২ ইং