সুন্দরগঞ্জে বাস দুর্ঘটনায় মোঃ রফিকুল ইসলাম (৬০)নামে এক যাত্রী নিহত হয়েছেন।এতে গুরুতর ১জন সহ একাধিক যাত্রী আহত হয়েছে।শুক্রবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার ঝাকুয়াপাড়া,বারী মুন্সীর মোড় নামক স্থানে সুন্দরগঞ্জ টু রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া তালুক বাজিত গ্রামের বাসিন্দা।দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন খানে হস্তান্তর করা হয়েছে এখন পযর্ন্ত কারো নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে একটি বাস রংপুর যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ঔষধের গাড়ি ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তায় উল্টে যায়।এতে ঘটনাস্থলেই বাসের ওই যাত্রী নিহত হন।এতে গুরুতর-১সহ আহত হন একাধিক যাত্রী।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম গণমাধ্যম কর্মীদের জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ ঐ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ হারুন অর রশিদ
গাইবান্ধা জেলা
প্রতিনিধি
২০/০১/২৩