সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
হারুন অর রশিদ রাজু-সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
সুন্দরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ, বীরমুক্তিযোদ্ধা, সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে অডিটরিয়াম হলে ইউএনও মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেন মন্ডলের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, শফিউল আলম, থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ।
হারুন অর রশিদ রাজু
প্রতিনিধি।
সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
০১৭১৭-০৫২৬৮৩