রিপোর্টারের নামঃ-হারুন অর রশিদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর-২০২২ইং)বেলা সাড়ে ১১টায় সুন্দরগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষ্যে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে, থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আশরাফুল আলম সরকার লেবু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত)মো.সেরাজুল হক,সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবিব সরকার,দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রেজাউল আলম সরকার রেজা, তারাপুর ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, বীর মুক্তিযোদ্ধা মো.সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন প্রমূখ। এতে পুলিশ সদস্য,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য,ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,গ্রাম পুলিশসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু।সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিয়ের কোন বিকল্প নেই।
হারুন অর রশিদ
সুন্দরগঞ্জ গাইবান্ধা
প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
২৯/১০/২০২২