গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে ও উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের সঞ্চালনায় ৭ই মার্চের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম লেবু।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরোজা বারী,উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির,থানার ওসি কেএম আজমিরুজ্জামান,পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাদ,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ।অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
মোঃ হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
০৭-০৩-২০২৩ ইং।