1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
October 30, 2025, 4:11 am

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত  

বিষু দেবনাথ-সিলেট মহানগর প্রতিনিধি।
  • সময়: Tuesday, January 3, 2023,
  • 102 Time View

সিলেটে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।তার নাম আশফাক উদ্দিন (৫৫) এ ঘটনায় অটোরিকশার চালক, নারী-শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন।সোমবার (২জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট নগরের উপকন্ঠ তেমুখি-বাদাঘাট সড়কে ইউরো-বাংলা সিরামিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত আশফাক উদ্দিন সিলেট সদরের শিবের বাজারের একটি স-মিলের স্বত্বাধিকারী ও কাঠ ব্যবসায়ী। তিনি স্থানীয় হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,সিলেট সদরের শিবের বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়।এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনায় অটোরিকশার শিশু ও ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশফাক উদ্দিন মারা যান।

তিনি আরও বলেন,খবর পেয়ে এসআই রাজীব মোহন দাসসহ পুলিশ সদস্যরা সিএনজি অটোরিকশা জব্দ করলেও ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছেন।নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতারলের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host