সার বিতরনে অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে-না
সার যাতে চোরাচালান না হয়,ডিলারদের কাছ থেকে অসাধু ব্যবসায়ীরা যাতে নিতে না পারে এবং সার বিতরনে কোন অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ রাশিদুল কবির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের পার্শে বি.সি.আই.সি অনুমোদিত সার ডিলার আইয়ুব আলীর দোকানে সার বিতরনকালে উপরোক্ত কথাগুলি বলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সার ডিলার আইয়ুব আলী শত শত কৃষকের মাঝে অতি মনোরম পরিবেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে সার বিতরন করছেন। এ সময় উপস্থিত ছিলেন ধোপাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান মন্ডল,সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সাদেক হোসেন,ধোপাডাংগা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুল হক,রাজিবপুর ব্লকের আলী আজম,কিশামত হলদিয়া ব্লকের মুশরেফ উর রহমান সৌরভ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম আহমেদ,২ নং ওয়ার্ডের আঃ রশিদ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৌকত হাসান লিটন ও সাংবাদিক হারুন অর রশিদ রাজু। এ ছাড়াও সুন্দরগঞ্জ থানার এএসআই আঃ জলিল তার সঙ্গীয় ফোর্সসহ গ্রাম পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সার নিতে আসা কৃষক হানিফও শফিকুল সার সুষ্ঠ ভাবে পাচ্ছেন বলে জানান। সার ডিলার আইয়ুব আলী বলেন,একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে ভাবমুর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন অপপ্রচারসহ নানা মহলে মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছেন। অনিয়ম-দুর্নীতির ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন,কোন প্রশ্নই উঠেনা। আমরা নিয়মিত মনিটরিং করি।
হারুন অর রশিদ রাজু
সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি,
মোবাইল ০১৭৪০১৫৬২১৩
১৯/০৯/২০২২