বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বের চুরি মামলার তদন্ত প্রাপ্ত আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩রা ফেব্রুয়ারী রবিবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ হিন্দুকান্দি শামসুল আলমের ছেলে হযরত আলী ওরফে হাসিবুল(২১),ফৌঃ কাঃ বিঃ ১৫১ধারায় ফুলবাড়ী নয়াপাড়ার মৃত ইছাহাক আলী এর ছেলে মাহমুদুন নবী মুক্তার(৫০)ও ফুলবাড়ী হরিনা শফিকুল ইসলামের ছেলে জুয়েল (৩০)কে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার(ওসি)তদন্ত আশরাফুল আলম। তিনি জানান সারিয়াকান্দি থানা এলাকাকে চুরি, ছিনতাই,সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। সারিয়াকান্দি থানা এলাকার সকল মানুষকে নিরাপদে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২