বগুড়ার সারিয়াকান্দিতে মথুরাপাড়া বি,কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ-২৩ বুধবার সকালে এসএসসি-২৩ ব্যাচের বিদায়ী ছাত্র-ছাত্রীদের আয়োজনে,বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,কাজী এরফানুর রহমান রেন্টু এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ রিপন এর সার্বিক ব্যবস্থাপনায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ রিপন,নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসাইন মিয়া,কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক,কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল হাসান বাবলু,কুতুবপুর ক্রিয়েটিভ কেজি স্কুলের পরিচালক রোটারিয়ান মাসুদ করিম সবুর, কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুহিন মন্ডল,রঞ্জু মিয়া,ইনছার আলী মাস্টার ও গোলাম রব্বানী প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের এসএসসি বিদায়ী এবং বর্তমান শিক্ষার্থীরা প্রমুখ।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২