বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি এর কার্ড ও চাল বিতরণ এবং ২০২২-২০২৩ অর্থবছরের গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে ২৯ লাখ ৬২হাজার ৯৬০টাকা ব্যয়ে দেবডাঙ্গা বাজার হতে মথুরাপাড়া বাজারে চলাচলের রাস্তা হেরিং বোন বন্ড(এইচবিবি)প্রকল্পের ফলক উন্মোচন করেন বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা)আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান-১৩মার্চ সোমবার দুপুরে কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম,উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু,কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতোয়ার রহমান মিঠু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন,কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুহিন মন্ডল, সাধারণ সম্পাদক এইচডি উজ্জ্বল শিপন প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২