মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তঃক্লাব ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯মার্চ ২০২৩ রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম,জিহাদুল ইসলাম জিহাদ,মৌসুমী আক্তার মিম ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২