রিপোর্ট-মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বঙ্গবন্ধু একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এম.পি শনিবার ১১:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ স্কুল ভবন উদ্বোধন করেন।
মুহাম্মদ ফারুক খান এম.পি বলেন,ডিজিটাল বাংলার রূপকার শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেটের সবথেকে বেশি বরাদ্দ দেয়া হয় শিক্ষা খাতে।আমি দেখছি এত বড় বড় বিল্ডিং হচ্ছে,কলেজ হচ্ছে কিন্তু শিক্ষার তেমন উন্নতি হচ্ছে না।অভিভাবক বৃন্দদের অনুরোধ করবো আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন, বড় বড় বিল্ডিং হলেই শিক্ষা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জি: মুহাম্মদ শাহিনুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, সকলের প্রিয় নেতা মুহাম্মাদ ফারুক খান এম.পির আগমন উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতকর্মীরা স্কুল মাঠ প্রাঙ্গনে দলে দলে মিছিল সহযোগে প্রবেশ করেন।