সাংবাদিক ডাঃ এনামুল হক”কে BMSS এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভকামনা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ার জন্য সাংবাদিক ডা.মোঃ এনামুল হক”কে নড়াইল জেলার সাংবাদিক ও নড়াইল জেলা আরজেএফ কমিটি এবং লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।খুলনা বিভাগের বিভিন্ন সাংবাদিকদের নিয়ে ২৭আগষ্ট-২০২২ইং রোজ শনিবারে কমিটি অনুমোদন করেন খন্দকার আছিফুর রহমান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান(বিএমএসএস)এবং মোঃ সুমন সরদার,মহাসচিব (বিএমএসএস)যারা বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়াতে সাংবাদিক হিসাবে কর্মরত আছেন।
সাংবাদিক ডা.মোঃ এনামুল হক দৈনিক বাংলাদেশ সমাচার এর নড়াইল জেলা প্রতিনিধি।জাতীয় সাপ্তাহিক অবদান পত্রিকার স্টাফ রিপোর্টার।জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি-নির্বাহী সদস্য ঢাকা,সাংবাদিকতার সাথে যুক্ত কর্মরত আছেন।
এছাড়া তিনি আরজেএফ কমিটির লোহাগড়া উপজেলা সভাপতি।তিনি বিভিন্ন অনলাইন পোর্টালের সাথে সাংবাদিক হিসেবে যুক্ত আছেন।
এছাড়া তার নিজস্ব একটা অনলাইন নিউজ পোর্টাল রয়েছে Durantotv24.Com(দুরান্ত-টিভি)নামের
তিনি এই নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক
সাংবাদিক ডা.মোঃ এনামুল হক।তিনি বিভিন্ন প্রতিভার অধিকারী,এছাড়াও তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক পাশাপাশি সংগীত শিল্পী।
এছাড়া সাংবাদিক ডা.মোঃএনামুল হক সামাজিকতার কর্মকাণ্ডের সাথে নিয়োজিত আছেন।
সর্বোপরি আমরা নড়াইল জেলার সকল সাংবাদিক তার সার্বিক মঙ্গল কামনা করি।
শুভেচ্ছান্তে—
দেব প্রসাদ দাস-নির্বাহী সম্পাদক-দুরান্ত-টিভি।দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার(কালিয়া উপজেলা প্রতিনিধি)।দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার(নড়াইল জেলা প্রতিনিধি)।লোহাগড়া আরজেএফ কমিটির কোষাধ্যক্ষ।