রিপোর্টারঃ-মোঃ এনামুল হক–সত্যের সন্ধানে দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থায় নড়াইল জেলা উপ-সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সাজ্জাদ আলম খান সজল।জনস্বার্থে সংশ্লিষ্ট দূনীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থা ৭নং আইন ২০১১,বিধিমালা প্রণয়ন ২০১৭ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কার্যালয় অন্তর্ভুক্ত ডায়েরী নং ৫৩০,১৮৬৭,১৮৭৩,১৮৭৬-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অঙ্গীকার পূরনে দেশের সকল প্রকার দূর্নীতি দূর করতে সরকার বদ্ধ পরিকর।নড়াইল জেলা এরিয়া উপ-সহকারী পরিচালক এর দায়িত্ব দিলেন মোঃ সাজ্জাদ আলম খান সজল।
মোঃ আব্দুল মান্নান,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্দেশক্রমে অবগতিপত্র লিখিতভাবে জানিয়েছেন-প্রকাশ থাকে যে সরকারী গেজেটের নীতিমালার আলোকে আমাদের কাজ হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় কাজে সহযোগীতা করা এবং অসহায় নিরীহ ব্যক্তিদেরকে আইন আদালতে আইনানুগন সহযোগীতা করা এবং ঘুষ,দূর্নীতি,মাদক,জঙ্গী,মানবপাচার,জালজালিয়াতি, সরকার ও রাষ্ট্রবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে জনস্বার্থে সংশ্লিষ্ট দূর্নীতি দমনে তথ্য প্রকাশ করা।একারনে সত্যের সন্ধানে দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার পরিচয়পত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলার,লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)শাখা,সভাপতি ও দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর সম্পাদক ও প্রকাশক ডা.মোঃ এনামুল হক।নড়াইল জেলার,লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)শাখা,মহিলা বিষয়ক সম্পাদক ও দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর সহ-সম্পাদক মোসাঃ সাথী বেগম।
নড়াইল জেলা দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থা নড়াইল জেলা এরিয়া পরিচালক মোঃ মাহমুদুর রহমান গতকাল ৫জুলাই-২০২৩ই রোজ বুধবারে নড়াইল জেলা এরিয়া উপ-সহকারী পরিচালক পদের কার্ড ও নিয়োগপত্র মোঃ সাজ্জাদ আলম খান সজল’কে তুলে দিলেন।তিনি বলেন,মহান জাতীয় সংসদের গেজেট তালিকাভুক্ত এই সংস্থা।সকল প্রশাসন সহযোগীতা করবেন কারন মাননীয় প্রধানমন্ত্রীর ডায়রী অর্ন্তভুক্ত।নির্দেশনা মোতাবেক দূর্নীতি প্রতিরোধ করতে হবে এটাই প্রত্যাশা করেন।
নড়াইল জেলা পরিচালক এবং উপ-সহকারী পরিচালক
নড়াইল জেলা এরিয়া উপ-সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ আলম খান সজল নিয়োগপত্র,পরিচয়পত্র পেয়ে বলেন আমি ধন্যবাদ জানাই জনস্বার্থে সংশ্লিষ্ট দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার মোঃ আবদুল মান্নান,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব’কে।তিনি যে সকল নির্দেশনা দিয়েছেন সে সকল নিয়মনীতিমালা মেনে চলার চেষ্টা করিবো ইনশাআল্লাহ।