রিপোর্টারঃ-ইয়ামিন হাসান,টাঙ্গাইল প্রতিনিধি-বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয়োল্লাস করছে ঘাটাইল বাসী।আজ মঙ্গলবার সকাল থেকেই আনন্দ উল্লাস ঘাটাইল থেকে গ্রামে গ্রাম ছড়িয়ে পড়ে।পরে বিভিন্ন এলাকা ইজিবাইকে করে ঘাটাইল উপজেলার অলিতে গলিতে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্রজনতা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,আজ সেনাপ্রধানের ব্রিফিংয়ের পরেই সেনাবাহিনীর টহল রাস্তায় রাস্তায়।মিছিল বের করে ঘাটাইল উপজেলার সাধারণ মানুষ।স্লোগানে স্লোগানে পরিণত হয় মিছিলে মিছিলে।সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতল রে জিতল’ছাত্র সমাজ জিতল’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় তাঁদের।
বিকেলে বিজয় মিছিল নিয়ে বের হন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাছির।ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।তাদের ফুল দিয়ে বরণ করেন নেন পৌর ও ইউনিয়ন নেতা কর্মীরা।এ সময় তাদের পেয়ে উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়।ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানান তিনারা।বিকেল ৪টায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হওয়া ছাত্র-জনতা গ্রেট হার্ট হাই স্কুল এর সামনে সমবেত হয় এবং ঘাটাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিল নিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে পুরাতন বাসষ্ট্যন্ড এবং উপজেলা শহীদ মিনারে বক্তব্য রাখেন।
সকাল থেকেই ট্রাক ও বিভিন্ন পরিবহনে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে হাজার হাজার মানুষ।এ সময় তাঁদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।