কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায়,ভেড়ামারা শিশু কল্যাণ ফাউন্ডেশন”এর পক্ষ থেকে কিছু সুবিধা বঞ্চিত পথচারীদের কম্বল বিতরণ করেন ভেড়ামারা শিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যগণরা।ফাউন্ডেশনের প্রধান পরিচালক হিসেবে কাজ করছেন আরিয়ান উৎস,সোহান এবং সৈকত! সহকর্মী হিসেবে আছেন আরও অনেকেই ফাউন্ডেশনের নাম শিশু কল্যাণ হলেও তাঁরা শিশু থেকে শুরু করে সকল বয়সের সুবিধা বঞ্চিত পথচারীদের মুখে একটু হাসি ফোঁটানোর আপ্রাণ চেষ্টা করেন।পথচারী মোছাঃ মিতু বলে যে এই শীতে কম্বল না থাকায় অনেক কষ্ট সত্য করতে হয়েছে।এই কম্বলটি পেয়ে আমি অনেক খুশি,কঠোর শীতের মধ্যে অন্তত একটু উঞ্চতা অনুভব করতে পারব।মোছাঃনুরছাদি আক্তার রাপি বলেন যে শীতের রাতে ঘুমানোর জন্য আমার খুব কষ্ট হয়ে দাঁড়ায় আমি কম্বলটি পেয়ে অনেক খুশি হয়েছি রাতে কম্বলের উষ্ণতায় একটু ঘুমাতে পারব।যদি এভাবে আমাদেরকে প্রতি শীতে কম্বল দেওয়া হয় তাহলে আমাদের শীতে এত কষ্ট করতে হবে না।সকলের উৎসাহ এবং সহযোগিতায় তাঁরা যেন এগিয়ে যায় সকলের কাছে এই আবেদন।