মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০জন উপকারভোগী মৎস্যচাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে।গতকাল রবিবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্যচাষিদের মাঝে উন্নত প্রযুক্তির প্রদর্শনীর জন্য উপকরণ হিসেবে ৬০ হাজার শিং মাছের পোনা,১০০০ কেজি খাবার ও একটি করে সাইনবোর্ড বিতরণ করা হয়।এসময় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল,প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা.শ্যামল চন্দ্র পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।