লৌহজংয়ের কনকসারে আওয়ামীলীগ নেতার মাতা ইন্তেকাল করেছেন,মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাস্থ কনকসার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ এ্যাড .মিজানুর রহমান উজ্জ্বলের মমতাময়ী মা আজ না ফেরার দেশে চলে গেলেন-ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন।
২৪নভেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবারে মুন্সিগন্জের লৌহজং উপজেলাস্হ কনকসার ইউনিয়ন আঃলীগের সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মিজানুর রহমানের মা ইন্তেকাল করেন।দলের সকল নেতাকর্মী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।দলের বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ তার অংশগ্রহন করেন।মরহুমের পরিবারসহ আত্মীয় স্বজন সকলেই শোকাহত।মরহুমার জানাযার নামাজ বাদ এশা সিংহের হাটি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাযায় আত্মীয়সহ অনেক ভক্তরা উপস্থিত ছিলেন।
মরহুমের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলেই,মরহুমের সকল গোনাহ মাফ করে আল্লাহপাক যেন জান্নাতুল ফোরদৌস নসিব করুক আমিন।